loading...
loading...

Friday, 19 January 2018

চুল পড়া (Hair fall) বন্ধ করা ও চুল ঘন করার জন্য প্রাকৃতিক উপাদান

চুল পড়া (Hair fall) বন্ধ করা ও চুল ঘন করার জন্য  প্রাকৃতিক উপাদান

 
Best healthcare shop in Chittagong


গর্ভাবস্থায় বা কোন অসুস্থতার কারণে বা জেনেটিক কারণে চুল পড়ার সমস্যা হতে পারে। চুল শুধু আপনার শরীরের একটি অংশই না এটি সৌন্দর্য স্বাস্থ্যের প্রতীক। চুলের সঠিক যত্ন নেয়া প্রয়োজন যাতে অসময়ে চুল পড়ে না যায়। এটি কোন মারাত্মক সমস্যা নয়। সামান্য সতর্কতা অবলম্বন করলেই চুল পড়ারোধ করা যায়। কিছু ভেষজ ব্যবহার করে চুল পড়ার সমস্যা কমানো যায়। চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করতে প্রাকৃতিক উপাদানগুলো চলুন তাহলে দেখে নেয়া যাক, আপনার চুল পড়া বন্ধ করা ও চুল ঘন করার জন্য কীভাবে প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করতে পারেন

 ১।অ্যালোভেরা
অ্যালোভেরা ত্বক চুলের জন্য দারুণ কার্যকরী। মাথার তালুর রক্ত সংবহনকেও উদ্দীপিত করে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল নিয়মিত মাথার তালুতে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। এটি চুলের বৃদ্ধিতেও চমৎকার ভাবে সাহায্য করে। চুলের বৃদ্ধির জন্য সবচেয়ে ভালো অ্যালোভেরা (Alovera) জেল নারিকেলের দুধের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন

২।পিপারমিন্ট
চুলের বৃদ্ধি ও চুল পড়া কমানোর জন্য বহু কাল থেকেই ব্যবহার হয়ে আসছে পিপারমিন্ট অয়েল।
এছাড়াও চুলের মূলকে মাথার তালুর সাথে আবদ্ধ হয়ে থাকতে সাহায্য করেএই তেল চুলের ফলিকলকে উদ্দীপিত করতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালনের উন্নতি ঘটায়।

৩। ল্যাভেন্ডার

প্রতিদিন মাথায় ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করলে টেনশন মাথাব্যথা কমতে সাহায্য করে। ল্যাভেন্ডারের চমৎকার 
ঘ্রাণ শুধু অনুভূতিকে শীতলতাই দান করেনা বরং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে এবং টাক পড়া প্রতিরোধ করে। এই উভয় সমস্যাই চুল পড়ার বড় কারণ

৪। মেথি
মেথি হচ্ছে প্রাকৃতিক কন্ডিশনার (Conditioner) মেথির বীজ দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখলে কাদার মত গঠন হয়। এর সাথে মেহেদি, শিকাকাই ও আমলা মিশিয়ে নিন। এই মিশ্রণটি মাথার তালুতে চুলে লাগান

৫। হেনা বা মেহেদি
হেনা সাধারণত Hair Color করার জন্যই ব্যবহার করা হয়। এটি চুলকে শক্তিশালী করা ঘন করার জন্য প্রোটিন ট্রিটমেন্টের মত কাজ করে এটি চুলের সার্বিক স্বাস্থ্যের জন্যই উপকারী।

৬। নিম
নিমের তেল দ্রুত চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুলকে শক্তিশালী, সিল্কি উজ্জ্বল করে। নিম পাতার পেস্ট ব্যবহার করলে চুলের শুষ্কতা চামড়া উঠার সমস্যা দূর হয় ও মাথার তালুর পুষ্টি পায়

টমেটো

একটি টমেটোব্লেন্ডারে পেস্ট করে নিন এবার শ্যাম্পু করার পর ভেজাচুলে মাথার স্কাল্পসহ ভালোভাবে টমেটোপেস্ট লাগিয়ে নিন - মিনিটপর ঠাণ্ডা পানিদিয়ে চুল ধুয়েফেলুন টমেটোর অ্যান্টি ফাংগাল প্রোপার্টি মাথা থেকে খুশকি তাড়াবে এবং চুলকে করে তুলবে ঝলমলে উজ্জ্বল

No comments:

Post a Comment

চুল পড়া (Hair fall) বন্ধ করা ও চুল ঘন করার জন্য প্রাকৃতিক উপাদান

চুল পড়া (Hair fall) বন্ধ করা ও চুল ঘন করার জন্য   প্রাকৃতিক উপাদান   Best healthcare shop in Chittagong গর্ভাবস্থায় বা কোন অসুস্...